Resolved! Solved

Original topic:

Setting

(Topic created on: a week ago)
143 Views
Solaiman_Zone
Active Level 4
Options
Tech Talk
Battery Protection" ফিচারটি কোথায় পাওয়া যায় এবং এর কাজ কী?

1 Solution


Accepted Solutions
Solution
Musabbir_Zone
Expert Level 5
Tech Talk
Inbox me😊 i will try solved your problem inshallah Allah vorosha❤

View solution in context

3 Comments
Solution
Musabbir_Zone
Expert Level 5
Tech Talk
Inbox me😊 i will try solved your problem inshallah Allah vorosha❤
Solaiman_Zone
Active Level 4
Tech Talk
Thank you so much soon ❤👏
0 Likes
Hrishi75
Active Level 9
Tech Talk
🔋 Battery Protection ফিচার হলো Samsung ফোনের একটি স্মার্ট সিস্টেম, যা চার্জিং সীমিত করে ব্যাটারির আয়ু বাড়াতে সাহায্য করে।
📌 কোথায় পাওয়া যায় (Battery Protection ফিচার):
🪜 পথ ১ (সাধারণভাবে):
Settings এ যাও
নিচে স্ক্রল করে Battery and device care তে ঢোকো
Battery → তারপর More battery settings (বা “Charging settings”)
সেখানে "Protect battery" নামে একটি অপশন থাকবে
এটি চালু করলেই ফিচার সক্রিয় হয়ে যাবে
🛡️ Protect Battery ফিচার কী করে?
কাজব্যাখ্যা🔋 চার্জ সীমাবদ্ধ করেফোনকে সর্বোচ্চ ৮৫% পর্যন্ত চার্জ হতে দেয় (১০০% নয়)🧬 ব্যাটারির কেমিক্যাল স্ট্রেস কমায়লিথিয়াম ব্যাটারির সবচেয়ে ক্ষতিকর সময় হলো ৮৫–১০০% চার্জ অবস্থায় বেশি সময় থাকা🧭 ব্যাটারির আয়ু বাড়ায়বারবার ১০০% চার্জ করার বদলে ৮৫% তে সীমাবদ্ধ রেখে ২–৩ বছর পর্যন্ত ভালো পারফরম্যান্স পাওয়া যায়
💡 কবে এই ফিচার ব্যবহার করা উচিত?
যদি ফোন রাতে চার্জে দিয়ে ঘুমাও
যদি ফোন অনেক গরম হয় চার্জিংয়ের সময়
যদি ফোন ২–৩ বছর ধরে ব্যবহার করতে চাও কোনো ব্যাটারি সমস্যা ছাড়া
যদি তুমি ফাস্ট চার্জিং ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ একসাথে চাও
⚠️ মনে রাখার বিষয়:
Protect Battery চালু করলে চার্জ ৮৫% হয়ে থেমে যাবে — এটা কোনো সমস্যা নয়, এটি ইচ্ছাকৃত সুরক্ষা
যদি কখনো ফুল চার্জ দরকার হয়, তাহলে Settings থেকে ফিচারটি Off করে নিতে পারো
এটি Samsung-এর একটি Knox সুরক্ষিত ফিচার, বিশেষ করে Galaxy S সিরিজ, Note সিরিজ, Fold/Flip ও নতুন A সিরিজেও এটি থাকে।
ব্যাটারি ভালো রাখতে চাইলে — Protect Battery চালু রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। 🔋🛡
যদি আমার পরামর্শ তোমার কাজে লাগে তাহলে একসেপটেড সলিউশন হিসেবে মার্ক করে দিও
0 Likes