Resolved! Solved

Original topic:

Setting

(Topic created on: a week ago)
123 Views
Solaiman_Zone
Active Level 4
Options
Tech Talk
Wind Down Mode কী এবং কিভাবে চালু করব?

1 Solution


Accepted Solutions
Solution
Musabbir_Zone
Expert Level 5
Tech Talk
Inbox me😊 i will try solved your problem inshallah Allah vorosha❤

View solution in context

3 Comments
Solution
Musabbir_Zone
Expert Level 5
Tech Talk
Inbox me😊 i will try solved your problem inshallah Allah vorosha❤
Solaiman_Zone
Active Level 4
Tech Talk
Thank you so much soon ❤👏
0 Likes
Hrishi75
Active Level 9
Tech Talk
🛌 Wind Down Mode (বর্তমানে Samsung-এ একে বলা হয় Bedtime Mode) হলো একটি ডিজিটাল ওয়েলবিয়িং ফিচার, যা রাতের ঘুমের আগে ফোনের ব্যবহার কমিয়ে মনকে বিশ্রামের জন্য প্রস্তুত করে।
এটি ডিসট্রাকশন কমায়, স্ক্রিন কালার বদলায়, নোটিফিকেশন বন্ধ করে দেয়।
🌙 Wind Down / Bedtime Mode কী করে?
বৈশিষ্ট্যকাজ📵 Do Not Disturb চালায়কল, মেসেজ, নোটিফিকেশন সাইলেন্ট করে দেয় Screen Grayscale করেস্ক্রিনের রঙ শাদা-কালো হয়ে যায় (কম আকর্ষণীয় লাগে)🌙 Blue light filter চালায়চোখে চাপ কমায়🕰️ Timer সেট করা যায়ঠিক কখন চালু হবে, কখন বন্ধ হবে
🔧 কিভাবে Wind Down / Bedtime Mode চালু করতে হয়?
🪜 পদ্ধতি ১: Settings থেকে
Settings > Digital Wellbeing and Parental Controls এ যাও
সেখানে Bedtime mode (আগে Wind Down নামে ছিল) সিলেক্ট করো
Turn on as scheduled অপশন দিয়ে সময় নির্ধারণ করো (যেমন রাত ১১টা থেকে সকাল ৭টা)
নিচে থাকা অপশনগুলো চালু করো:
Grayscale
Do not disturb
Screen dimming
🪜 পদ্ধতি ২: Quick Panel থেকে
স্ক্রিনের ওপর থেকে নিচে সোয়াইপ করে Quick Panel খুলো
সেখানে “Bedtime mode” আইকন খুঁজে বের করো
ট্যাপ করলেই চালু / বন্ধ করা যাবে
কবে এই মোড ব্যবহার করা ভালো?
প্রতিদিন ঘুমের আগে
যখন স্ক্রিন টাইম কমাতে চাও
ঘুমের সময় নোটিফিকেশন সাইলেন্ট রাখতে চাও
শিশুদের ফোন ব্যবহারের সময় সীমিত করতে
🧠 সংক্ষিপ্তে মনে রাখো:
Wind Down Mode মানে ফোনের জন্য শুয়ে পড়া — যেন মনটাও ধীরে ধীরে বিশ্রামে ঢুকে পড়ে।
এটি শুধু শরীর নয়, মস্তিষ্ককে আরাম দেওয়ার প্রযুক্তি। 🧘📴
যার রাতের ঘুমটা ভালো, তার সকালটাই আলাদা হয়ে ওঠে! 🌅💤
যদি আমার পরামর্শ তোমার কাজে লেগে থাকে তাহলে একসেপ্ট সলিউশন হিসেবে মার্ক করে দিও
0 Likes