নোটিফিকেশন অন করা আছে কিন্তু সেটা নোটিফিকেশন প্যানেল এ দেখতে পাইনা, রিস্টার্ট দিলে ঠিক হয়ে যায় কিন্তু সেটা আবার পুর্বের অবস্থায় চলে যাচ্ছে। আমার কি কোথাও ভুল হচ্ছে? কারো জানা থাকলে বলবেন। কৃতজ্ঞ থাকবো।
আপনাকে অসংখ্য ধন্যবাদভাইয়া, আমি অল নোটিফিকেশন অন করার পরেও সেটা সেটা দেখা যাচ্ছে না। আর আমি মোবাইল কয়েকবার ফ্যাক্টরি রিসেট করেছি এবং রিস্টার্ট করার পরে ঠিক হয়ে যায় তবুও সেটা আবার পুর্বের অবস্থায় চলে যাচ্ছে, ফলে নোটিফিকেশনও দেখা যায় না, (গ্যালাক্সি এ...