Original topic:

Samsung Galaxy A34 5G Galaxy A02s get may 2023 Security Update

(Topic created on: 05-26-2023 12:38 PM)
Techgup
Active Level 2
Options
Galaxy A

Samsung Galaxy A02s ও Samsung Galaxy A34 5G ফোনে এল সিকিউরিটি আপডেট

samsung-galaxy-a34-5g-galaxy-a02s-get-may-2023-security-update.jpg

 

স্যামসাং গ্যালাক্সি এ০২এস ফোনের জন্য আসা এই আপডেটের ফার্মওয়্যার ভার্সন – A207FXXS5CWE1। নেপাল, শ্রীলঙ্কা ও ভারতীয়রা এই আপডেট ফোনে ইন্সটল করতে পারবে।

স্যামসাং জানিয়েছে, মে মাসের সিকিউরিটি প্যাচে ৭২টি বাগ ঠিক করা হয়েছে। ফলে Samsung Galaxy A34 5G ও Galaxy A02s যে আরও দুর্দান্ত পারফরম্যান্স দেবে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই আপনি যদি এই দুই ফোনের মধ্যে কোনো একটি ব্যবহার করেন, তাহলে ডিভাইসের Settings » Software update এবং Download and install অপশনে গিয়ে আপডেট এসেছে কিনা চেক করুন।

স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনের ইউরোপের ভার্সনের ফার্মওয়্যার ভার্সন – A346BXXU2AWE2। আর আফ্রিকা ও এশিয়া অঞ্চলের জন্য আসা আপডেটের ফার্মওয়্যার ভার্সন – A346EXXU2AWE2। এশিয়ার আফগানিস্তান, মিশর, ইরাক, ইসরায়েল, কেনিয়া, লেবানন, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তিউনিশিয়া এবং তুরস্ক এর মতো দেশের জন্য নয়া আপডেটটি রোলআউট করেছে।

1 Comment
Galaxy A
Help
0 Likes